Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জন সমূহ

 

অত্র পবিসের আওতায় মোট ০৩টি উপকেন্দ্রের মধ্যে ০২ টি উপকেন্দ্রের ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে এবং ইউআরইডিএস প্রকল্পের আওতায়  নবাবগঞ্জ উপজেলার  বান্দুরা এলাকার মাঝিরকান্দায় একটি  ২০ এমভিএ নতুন উপকেন্দ্র নির্মাণ করা হয়েছে।   গত ০৩ বছরে উপকেন্দ্রের ক্ষমতা ৫০ এমভিএ থেকে ৮৫ এমভিএ তে উন্নীত করা সম্ভব হয়েছে। অত্র এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য ইউআরইডিএস প্রকল্পের আওতায়  নবাবগঞ্জ উপজেলার চালনাই নামক স্থানে ১৩২/৩৩ KVA ক্ষমতা বিশিষ্ট একটি গ্রিড উপকেন্দ্র নির্মানাধীন রয়েছে। এ ছাড়া উপকেন্দ্রের সাথে সংযোগের জন্য ৪৪কি: মি: ৩৩ KV লাইন নির্মান সমাপ্ত হয়েছে।  পাশাপাশি সমিতির সার্বিক তৎপরতা বৃদ্ধির মাধ্যমে ২০১৭-২০১৮ অর্থ বছরে বকেয়া মাস ০.৯৫ অর্জন করা সম্ভব হয়েছে।  ‘‘শেখ হাসিনার উদ্যোগ-ঘরে ঘরে বিদ্যুৎ’’ এই স্লো-গানকে সামনে রেখে সরকারের ভিশন- ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অঙ্গীকার অনুযায়ী ২০১৮ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করার জন্য নবাবগঞ্জ ও দোহার উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের  কাজ সম্পন্ন হয়েছে ।